ইবিতে জুলাই শ’হি’দদের স্ম’রণে ছা’ত্রদ’লের বৃ’ক্ষরো’প’ণ ক’র্মসূ’চি

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (৯ জুলাই) সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন সহ সংগঠনটির নেতাকর্মীরা।

জানা গেছে, নিম গাছ, আম গাছ, লটকন গাছ ও কদবেল ইত্যাদি ফলজ, বনজ ও ওষুধি গাছ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও মসজিদের সামনে লাগানো হয়েছে

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, চব্বিশের জুলাই আগস্টে শহিদদের স্মরণে এবং তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণীয় নিম গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি। ৫০০ গাছ বিতরণ ও রোপণ করা হবে। চব্বিশের শহিদদের চেতনা বুকে ধারণ করে সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে (মফিজ লেক) একটা বাগান করার পরিকল্পনাও করেছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email