পেঁয়াজ বী’জসহ চো’র আ’ট’ক, উ’দ্ধা’রকৃত বী’জের মূ’ল্য ৭ লা’খ টাকা

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজ চুরির ঘটনায় তিনজন চোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে বালিয়াডাঙ্গী  এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ।

আটকৃত তসলিম উদ্দিন ও নুর নবী বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা। আটক আরেক জন হলেন রুহিয়া থানাধীন জামাদারপাড়া এলাকার নুর ইসলামের সন্তান সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯ বস্তা উচ্চমানের পেঁয়াজ বীজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বীজের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের বলেন, “আটককৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

চুরির ঘটনায় কৃষকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছিল। তবে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে। কৃষকরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন চুরি রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email