বাঁশখালীতে বিপুল পরিমান ইয়া*বাসহ মা*দক কা*রবারী আ*টক

বাঁশখালীতে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ঐ যুবককে গ্রেফতার করে এইসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারী নাম মোহাম্মদ আব্দুল সালেক শাহিন (৩২)। সে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টাইমবাজার এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বাঁশখালী প্রধানসড়ক দিয়ে মোটর সাইকেল নিয়ে মাদক পাচারকালে পুলিশের চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।

এসময় হাতেনাতে মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃসাইফুল ইসলাম জানান,মাদক পাচারকালে মাদকসহ যুবককে গ্রেফতার করেছে পুলিশের একটি টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবকের বিরোদ্ধে বাঁশখালী থানায় মামলা রুজু হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email