বগুড়ায় আ’ওয়ামী লী’গের ঝ’টি’কা মি’ছিল-গ্রে’প্তা’র ৩

বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

সোমবার ভোরে উপজেলার গয়নাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪২), খরনা ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা এবং ছাত্রলীগ কর্মী, সাবিত হাসান।

পুলিশ জানায়, রোববার (১৮ মে) রাত ১১টার দিকে গয়নাকুড়ি আঞ্চলিক সড়কে একটি ঝটিকা মিছিল বের করেন তারা। এ সময় ‘জয় বাংলা’ ও ‘পালাতক শেখ হাসিনাকে আবার দরকার’—এমন স্লোগান দেওয়া হয়।

মিছিলের একটি ভিডিও রাতেই ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রলীগ কর্মী সাবিত হাসান।

খবর পেয়ে রাতেই অভিযান চালায় শাজাহানপুর থানা পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদ করিম জানান, ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email