বাউফলে বা’ল্য বি’বাহ ও মা’দ’ক বি’রো’ধী সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে বাল‍্যবিবাহ নিরুৎসাহিতকরণ ও মাদকমুক্ত বাউফল বির্নিমানের লক্ষ্য সাফিয়া বেগম স্মৃতি সংস্থার উদ্যোগে উদ্ভুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর সারে বারো টার দিকে বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে সাফিয়া বেগম স্মৃতি সংস্থার ক‍্যাম্পাসে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

সাফিয়া বেগম স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো.নুর ইসরাইল তালুকদারের সঞ্চালনায় ও বীর মুক্তযোদ্ধা এসএ জলিল হিরু মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিন।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পটুয়াখালী জেলা বিএনপির মহিলা বিষায়ক সম্পাদিকা নাজমুন নাহার নাজু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হামিমুর রশিদ, বাউফল উপজেলা বিএনপির সদস‍্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাক মিয়া, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো.জলিলুর রহমান, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ মো.জসিম উদ্দিন।

আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সুধী সহ প্রায় ৫শতাধীক লোক উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সমাজ তেকে বাল্য বিবাহ নিরুৎসাহিত করন ও মাদক মুক্ত করতে স্থানীয়দের এগিয়ে এসে তাদের সহায়তা করার আহবান জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email