বাঁশখালীতে তারুণ্যের সমাবেশ নিয়ে পৌরসভা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বাঁশখালী পৌরসভা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা শনিবার (৩ মে) দুপুরে সরকারি আলাওল কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী পৌরসভা যুবদলের আহবায়ক তমিজ উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল্লাহ ও সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার বাদশার যৌথ সঞ্চালনায় প্রস্তুতি সভা হয়। সভায় প্রধান অতিথি উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শাহজাহান চৌধুরী, সহ সভাপতি নুরুল হুদা নাসের, যুগ্ম সম্পাদক দৌলত আকবর, আহমদ ছগির, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সহ সম্পাদক জামাল হোসেন, সরোয়ার কামাল, মোঃ মোস্তাক, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মর্তুজ আলী, আবু বক্কর,জয়নাল আবেদিন, মোঃ ইদ্রিস, সাহাব উদ্দিন, জাকের হোসেন, মহিউদ্দিন, সদস্য শহিদুল্লাহ, জমির উদ্দিন, আজিজুর রহমান, কবির আহমেদ, সাদ্দাম হোসেন, নাছির উদ্দীন সহ পৌরসভা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহজাহান বলেন, আগামী ১০ মে চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সকলে অংশগ্রহণ করে এই সমাবেশকে সফল করতে হবে।

এই সমাবেশ তরুন যুব সমাজের জন্যঅত্যান্ত গুরুত্বপূর্ণ কারণ এই সমাবেশ থেকেই সিনিয়র নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মুলুক বক্তব্য প্রদান করবেন,তাই আমি উদাত্ত আহবান জানাচ্ছি আগামী ১০তারিখের সমাবেশে সকলকে উপস্হিত হওয়ার জন্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email