প’রি’চ্ছ’ন্ন বাংলাদেশ গড়ার ল’ক্ষ্য অ’র্জ’নে একদ’ল ত’রু’ণ

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে সামাজিক সংগঠন বিডিক্লিন আয়োজন করেছে থানাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম।

শনিবার (৩ মে) দুপুরে স্থানীয় থানার চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করেন, বিডিক্লিন কোম্পানীগঞ্জ শাখার স্বেচ্ছাসেবকগণ।

এ অভিযানে অংশ নেন থানা পুলিশের কর্মকর্তা, বিডিক্লিন সদস্য, স্থানীয় তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার সম্মিলিত প্রচেষ্টায় থানার ভেতর ও বাইরের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও অপ্রয়োজনীয় জিনিসপত্র অপস্রারণ করা হয়।

বিডিক্লিন নোয়াখালী জেলার সমন্বয়ক সাখাওয়াত হোসেন নিশাদ নিশাদ বলেন, “পরিচ্ছন্নতা শুধুমাত্র ব্যক্তিগত নয়, সামাজিক দায়িত্ব। আমরা চাই থানা, বিদ্যালয়সহ প্রতিটি সরকারি ও জনসমাগমস্থল পরিচ্ছন্ন থাকুক।”
তিনি আরও জানান, বিডিক্লিনের এ কার্যক্রম চলমান থাকবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজীম বিডিক্লিনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন সামাজিক উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। ভবিষ্যতে আমরা আরও সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।”

পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিডিক্লিন আশাবাদী— এই ধরনের উদ্যোগে নাগরিক সচেতনতা বাড়বে এবং গড়ে উঠবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email