নাফ নদ থেকে ৪ জে’লেকে ধ’রে নিয়ে গেছে আ’রা’কা’ন আ”র্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে।

১মে ২০২৫ইং, বৃহস্পতিবার  সকালে টেকনাফের দমদমিয়া এলাকার লাল দ্বীপ থেকে নাফ নদে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭নং ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে কবেন, নাফ নদীতে মাছ শিকারের সময় চার জেলেকে ধরে নিয়ে গেছে একটি অভিযোগ পেয়েছি। মুহুর্তেই বিজিবিকে অবহিত করা হয়েছে।

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প/নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে জেলেদের সাথে কথা জানা যায়, প্রতিদিন টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদে শিকারে যান স্থানীয় এবং রোহিঙ্গা জেলেরা। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে। এমতাবস্থায় জেলেরা খুবই আতঙ্কে আছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ক্যাম্প থেকে বেরিয়ে তারা বাংলাদেশের নাফ নদ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যাওয়ায় আরকান আর্মি তাদেরকে ধরে নিয়ে গেছে। তারা সবাই মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা জাতিগোষ্ঠী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email