বা’ঘাইছড়িতে মহান মে দিবস পালিত

আজ মহান মে দিবস। সারা দেশের ন্যায় রাঙ্গামাটি বাঘাইছড়িতেও মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার,বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির,উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email