চকরিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজন আন্তর্জাতিক শ্র’মিক দিবস পালিত

চকরিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজন আন্তর্জাতিক শ্র’মিক দিবস পালিত হয়েছে।

এসময় র‍্যালি ও সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার প্রধান উপদেষ্টা, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন,বিশ্বের বিভিন্ন বিপ্লব ও পরিবর্তনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো স্বনির্ভর হতে পারে না। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই।

১লা মে (বৃহস্পতিবার) শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সকাল  ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসটার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় । র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির, পৌর উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী, উপজেলার উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম। উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে পৌর সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের, পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদসহ  উপজেলা-পৌরসভা শাখার বিভিন্ন স্তরের শ্রমিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি আব্দুল্লাহ আল ফারুক,  লবণের ন্যায্য মূল্য প্রদান ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন দ্রুত বাস্তবায়নের দাবি জানান ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email