নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলায় অটো রিক্সা ও অটো চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ পুলিশ। এ ঘটনায় লুট হওয়া মালামাল কেনা-বেচার সাথে জড়িত থাকায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ডাকাতদের গ্রেফতার ও উদ্ধারকৃত মালামাল ও সাপাহার উপজেলার বহুল আলোচিত জামায়াত সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতন প্রধান আসামী ডাকাত মো: সেলিমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের মাঝে উপস্থাপন করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৩ এপ্রিল সাপাহার ও ২৫ এপ্রিল পোরশায় চার্জার চালককে মারধর করে অটো রিক্সা ও অটো চার্জার ভ্যান ছিনতাই করে একই সংঘবদ্ধ ডাকাত দল।
আটকৃতরা হলেন জেলার পোরশা উপজেলার সোভাপুর আব্দুল হামিদের ছেলে আব্দুর রাজ্জাক, সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে মো; সেলিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার পাথরপূজা গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান।
সংবাদটির পাঠক সংখ্যা : 95