আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চারজন সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, অতুল চন্দ্র পাল, সাবেক সাধারন সম্পাদক আরেফিন সহিদ, সহ:সভাপতি মো. দেলোয়ার হোসেন, সমকালের জিতেন্দ্র নাথ, নয়া দিগন্তের আসাদুজ্জামান সোহাগ, আমার দেশ’র প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অলিউর রহমান প্রমুখ।
এসময় বক্তারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদটির পাঠক সংখ্যা : 112