চকরিয়া উপজেলা প্র’শাস’ন কর্তৃক আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে চকরিয়া থানা সেন্টার থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে এসে সমবেত হয় এবং উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বাংলা নববর্ষ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান এর সভাপতিত্বে ও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ ইরফান উদ্দিন,চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাছিম হোসেন,চকরিয়া উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন, চকরিয়া প্রেস ক্লাব এর সভাপতি এম আলী হোসেন,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী,চকরিয়া বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিদিধি মোবারক হেসেন জিহান,সামশুল ইসলাম সাঈদী,সাঈদ হাসান, চকরিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবং অনুষ্ঠান শেষে চকরিয়া উপজেলা প্রশাসন উদ্যোগে ১০০০ হাজার মানুষের পান্তা ইলিশ খাবার পরিবেশন করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email