বাঘাইছড়িতে প্র’শা’সনের আয়োজনে আনন্দ শো’ভাযা’ত্রা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসনিক চত্বরে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, বাঘাইছড়ি থানা’র অফিসার ইনর্চাজ মো: হুমায়ুন কবির সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উজোনী যুব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবং পহেলা বৈশাখের মূল আকর্ষণ পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হই, আনন্দ ভাগাভাগি করি, এবং বাঘাইছড়িবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email