চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেইন বাস্তবায়নের দাবিতে ঈদগাঁতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অব্যাহত দূর্ঘটনা এড়াতে সড়কটি দ্রুত ছয় লেইন বাস্তবায়নের দাবিতে ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা প্রধান উপদেষ্টা ও সড়ক পরিবহন উপদেষ্টা’কে উদ্দেশ্য করে বলেন,এ সড়কে আমরা আর লাশের সারি দেখতে চাই না। বিগত অর্ধশত বছর ধরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবহেলিত পড়ে রয়েছে।
তারা আরো বলেন ,সরকার কক্সবাজারের লবণ শিল্প, পর্যটন শিল্প, মৎস শিল্প,রাবার শিল্প সহ বিভিন্ন শিল্প থেকে প্রতিবছর হাজার কোটি টাকা রাজস্ব পাচ্ছে । তারপরও বিগত অর্ধশত বছর যাবত এ মহাসড়কটি প্রশস্ত করণে বিগত সরকার গুলো কোন উদ্যোগ নেয়নি।
সংবাদটির পাঠক সংখ্যা : 99