নেতাকর্মীদের সাথে মিশকাতুল ইসলামের ঈদ শুভেচ্ছা বিনিময়

দীর্ঘদিন পর চট্টগ্রামের বাঁশখালী’সহ সারা দক্ষিণ জেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভাসহ ১৬ নং  ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক বন ও পরিবেশ মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান বাঁশখালী বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বাঁশখালীর গুনাগারির নিজ বাসভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেনী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন, বিগত ১৫ বছরের বেশি সময় ঈদ মানে বিএনপি নেতা-কর্মীদের কাছে ছিল বাড়তি আতঙ্ক। তবে বাস্তব চিত্র দেখে মনে হচ্ছে এবারের ঈদ বিএনপি নেতাকর্মীদের কাছে স্বস্তির ভয়হীন এক ঈদ। বিগত দিনে বিএনপির ঈদ মানেই ছিল হামলা-মামলা,গ্রেপ্তার-হয়রানির ভয়। বহু নেতা-কর্মী নিজ বাড়িতে থেকে ঈদ উদযাপন করতে পারেননি। অনেকের ঈদ কেটেছে জেলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে এবার ভয়হীন স্বস্তির ঈদ উদযাপন করেছেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email