ঠাকুরগাঁওয়ে ট্রেনে কা’টা পড়ে মোটরসাইকেল আরোহী নি’হ’ত, আ’হ’ত ১

ঠাকুরগাঁওয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক ইসলাম (৩৫)।

বুধবার (২৬ মার্চ)  ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দীপশিখা স্কুলসংলগ্ন লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব জেলার বালিয়াডাঙ্গী  উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে।
আহত মানিক ইসলাম একই এলাকার আমিরুল ইসলামের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, মানিকের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাজিব ও মানিক মোটরসাইকেলে করে রুহিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দীপশিখা স্কুল সংলগ্ন লেভেলক্রসিংয়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল বন্ধ হয়ে যায়।

ওই মুহূর্তে রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজিব। গুরুতর আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে  ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email