ফটিকছড়ি উপজেলার আন্দার মানিক তাহের সওদাগরের ঘাটা কবরস্থান মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফটিকছড়ি তথা চট্টগ্রামের পরিচিত মুখ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মাওলানা আসগর সালেহী।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে সন্দীপ নগর মুহাম্মাদিয়া বড় মাদরাসার মাহফিলে বয়ান শেষে দ্বিতীয় বড়বিল সউতুল কোরআন মহিলা হেফজখানার মাহফিলে অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো দিক থেকে আসা একটি লাইসেন্সবিহীন বালুবাহী ট্রাক্টরকে সামনে থেকে সংঘর্ষ এড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। এতে সাংবাদিক আসগর সালেহীসহ পিছনে থাকা স্থানীয় সমাজকর্মী ও ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী গুরুতর আহত হন।
অন্যদিকে, তাদের পেছনে থাকা আরেকটি বাইকে থাকা ছাত্রনেতা তারেকুল ইসলাম ও ওমান প্রবাসী মাহমুদুল্লাহ অল্পের জন্য রক্ষা পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক্স-রেসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পর তাদের ঔষধপত্র দিয়ে রিলিজ দেন। তবে তাদের আঘাত গুরুতর হওয়ায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাংবাদিক ও আলেম-উলামাদের ভক্ত-সমর্থকরা হাসপাতালে ভিড় জমান।
স্থানীয়রা অভিযোগ করেন, ফটিকছড়িতে লাইসেন্সবিহীন বালু ও মাটিবাহী ট্রাক্টরগুলোর বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে, অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে এ ধরনের দুর্ঘটনার হার বেড়েই চলেছে। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।