লবনের মাঠ দখলে নিতে প্রকা’শ্যে গো’লা’গু’লি: আ’হ’ত ১৫, ২ জন গু’রুত্ব’র

কক্সবাজার পেকুয়ায় লবণের মাঠ দখলে নিতে বসতবাড়িতে হামলার সময় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুপালি বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা আরো জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতরা হলেন, মিনা আক্তার (৪৫), আমজাদ হোসেন (২২), আহমদ হোছাইন (৭৭), আবুল কালাম (৭৫), জেসমিম আক্তার (৩২), রিনা আক্তার( ৩০), বেলাল উদ্দিন (৩০), সরওয়ার (৩২) হামিদা বেগম(৩০), বুলু আক্তার(৩৫) আফরোজা বেগম(১৮), কাশেফা (১৮), ১৩. তৌহিদ (৩৪)৷

গুলিবিদ্ধ আলমগীর ও আমজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্বজনরা।

স্থানীয়রা জানান, উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার এলাকার মিজানুর রহমান গং ও মালেকপাড়া এলাকার ফরহাদ গংদের সঙ্গে লবণ চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপক্ষের মধ্যে এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। সোমবার সকালে ফরহাদ গংদের চাষি আলমগীর লবণ চাষাবাদের জন্য জমিতে গেলে মিজানুর রহমান গংয়ের লোকজন তার ওপর হামলা করে। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে জমির মালিক দাবিদার নুরুন্নবীদের বাড়িঘরে হামলার একটি ভিডিও চিত্র দেখা যায়। সেখানে গুলি ছুড়তে দেখা গেছে।

এ সময় প্রায় ১০ রাউন্ড ছররা গুলি বর্ষণ করা হয়। আহতরা অধিকাংশ ছররা গুলিবিদ্ধ ও ধারাল কিরিচের আঘাতে গুরুতর আহত বলে জানান আহত বেলাল উদ্দিনের স্ত্রী। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email