নাইক্ষ্যংছড়িতে গৃ’হব’ধুকে জ’বা’ই করে হ’ত্যা’র ঘটনায় আ’ট’ক-১

বান্দরবানের পাহাড়ি জনপদ নাইক্ষংছড়িতে তৈয়বা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে শুক্রবার (২১) মার্চ জবাই করে হত্যার ঘটনায় ফারুক আহমদ (৩৩) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (২২ মার্চ) বেলা আনুমানিক ১২ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, গৃহবধূ তৈয়বা বেগম’কে (৪৫) নির্মমভাবে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকায় ফারুক আহমদ (৩৩) নামের এক যুবককে রাঙ্গাঝিরি এলাকা থেকে আটক করা হয়। আটক যুবক রাঙ্গাঝিরি গ্রামের নুরুল কাদের এর ছেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা ও আটকের বিষয়ে নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাশরুরুল হক এ প্রতিবেদককে বলেন, গৃহবধূ (তৈয়বা বেগম) হত্যায় জড়িত আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদঘাটন হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকায় তৈয়বা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে জবাই করে দুর্বৃত্তরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email