নওগাঁয় মা’দ’কবি’রোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান আলী বলেন, দেশে বর্তমানে ৫০ লাখ মাদকসেবী রয়েছেন।

চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে মাদকসেবীদের সুস্থ করার চেষ্টা চলছে। মাদক নিরাময়ের চেয়ে প্রতিরোধ উত্তম।এ জন্য মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

শেরেবাংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর সামছুল হক, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন সাঈদ , স্কাউট গ্রুপের সহকারী লিডার গিয়াস উদ্দিন প্রমুখ।

আলোচনা পর্বের আগে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email