চট্টগ্রামের কর্ণফুলীতে বাগে মদিনা হেফজ ও এতিমখানায় এতিমদের সম্মানে ইফতার মাহফিল ও নতুন পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০মার্চ)বাদে আসর উপজেলার চরপাথরঘাটা ৩নং ওর্য়াডস্থ বাগে সিরিকোট ভবনে প্রতিষ্ঠিত মাদ্রাসায় এতিমদের সম্মানে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাগে মদিনা হেফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং নয়াহাট শাহী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হোসাইন নিজামীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুহাম্মদ তসলিম ,মুহাম্মদ ওয়াসিম আকরাম, মুহাম্মদ তৈয়ব আলী মিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন,মাসুম হক, সাইফুর রহমান,আরফাত,দোস্ত মোহাম্মদ, রাসেল রাইন,রোকন উদ্দিন,আলী আব্বাস,হাফেজ আবু সালেহ,আশেক উল্লাহ,সহ এতিমখানার শিক্ষক ও অর্ধ-শতাদিক ছাত্র বৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন,মাদ্রাসা হলো বেহেশতের বাগান।এতিমদের জন্য দান করলে মহান রব আল্লাহ তায়ালা খুশি হন।সমাজের প্রতিটি মানুষের উচিত এ ধরনের সূন্নী প্রতিষ্ঠান গুলোর এতিম ছাত্রদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।সবাই যদি সহযোগিতা করে তাহলে এ প্রতিষ্ঠান গুলো সুন্দর ভাবে পরিচালনা করা সম্ভব।
দোয়া মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষে
মো:ওয়াসিম আকরাম এবং মোহাম্মদ তসলিমের সহযোগিতায় মাদ্রাসাটির ৪১জন ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি ও লুঙ্গি এবং টুপি বিতরণ করা হয়।