কর্তার পা ধরেও পানি পাচ্ছে না কৃষক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুরের দেড় শতাধিক কৃষক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের যন্ত্রাংশ অকেজ হওয়া ১৫-১৬ দিন যাবৎ চলতি বছর রোপা ইরি বোরো ধানের জমিতে পানি সেচ দিতে না পেরে আবাদ নিয়ে শঙ্কায় আছেন তারা।

সেচ যন্ত্রাংশ বিকল হওয়ায় এ অঞ্চলের প্রায় দেড়শ বিঘা জমিতে পানি সেচ দিতে না পারায় মাটি শুকিয়ে ফেঁটে চৌচির হয়ে গেছে। জমিতে পানি না থাকায় আগাছা জন্মাচ্ছে অধিক। ঋণ দেনা করে ধান রোপন করেছে এলাকার আদিবাসী কৃষক।

উপজেলার মহিপুর সাঁওতাল পাড়ায় অবস্থিত বরেন্দ্র বহুমূখী সেচ প্রকল্পটি বরেন্দ্র অপারেটর মোঃ সরোওয়ার হোসেন সবুজ দেখভাল করেন। সেচপাম্পটি বিকল হলে এলাকার কৃষকরাই ১৫’হাজার টাকা নিজ খরচে ২’বার মেকানিং দ্বারা ঠিক করেও কাজের কাজ হয়নি। যদিও এসব বরেন্দ্র অফিসই ব্যয় করার নিয়ম আছে। ১৫-১৬ দিন জমিতে পানি দিতে না পারায় এলাকার কৃষকরা অপারেটর সবুজকে মারতে তেড়ে আসে। উপায়ন্ত না পেয়ে সবুজ বরেন্দ্র অফিসের দ্বায়িত্বরত মেকানিকের পা জড়িয়ে ধরে অনুরোধ করেন সেচ পাম্পটি দ্রত মেরামত করতে।

পাঁচবিবি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপ-সহকারি মোঃ সালাউদ্দিন বলেন, ১৫-১৬ দিন যাবৎ পাম্পটি বিকল হয়ে আছে কথাটি সঠিক নয়। এটি বিদ্যুৎ পাওয়ারের সমস্যা আছে। আজমের মধ্যেই সেচপাম্পটি মেরামত হবে এবং জমিতে পানি দেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email