নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাঈদ। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান।ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। সার্বিক তত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ উজ্জ্বল।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন । পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন মুফতি বেলায়েত উল্লাহ । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।