রাঙ্গুনিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নিশ্চিন্তাপুর (হোসনাবাদ) ইউনিয়ন শাখার  উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সম্পূর্ণ।

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা নিশ্চিন্তাপুর (হোসনাবাদ) ইউনিয়ন কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির সম্পূর্ণ করা হয়।

শুক্রবার ১৪ মার্চ বিকাল তিন টায় দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হোসনাবাদ ইউনিয়ন সভাপতি কাজী মুহাম্মদ জসীম উদ্দীন এর সভাপতিত্বে ও হোসনাবাদ ইউনিয় শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী মুহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মুহাম্মদ রাশেদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মুহাম্মদ আবদুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল আলম বলেন, আমাদের দেশের আর্থসামাজিক বাস্তবতায় শ্রমিকরা দুর্বল ও নিপীড়নের শিকার।তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না।তবে শ্রমিকরা একা একা দুর্বল হলেও যথাযথ প্রক্রিয়ায় সংঘটিত হতে পারলে শ্রমিকরা হবে শক্তিমান।

তিনি আরো বলেন তখন তাদের অধিকার প্রদান করতে সংশ্লিষ্টরা বাধ্য হবে। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। তবে আমরা শ্রমিক আন্দোলনের নামে কোনোরকম নৈরাজ্য সৃষ্টি করার পক্ষে নই। আমরা আলাপ-আলোচনার ভিত্তিতে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার পক্ষপাতী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসনাবাদ ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা নূর মোহাম্মদ, ইউনিয়ন গুণীজন জনাব ইব্রাহিম সাহেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্হিত নেতৃবৃন্দ ৩০টি নারী-পুরুষ শ্রমিকদের হাতে আসন্ন ঈদুল ফিতরের উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email