বাঁশখালীতে প’রিবে’শ অ’ধি’দ’প্তরের এর অ’ভিযা’ন

বাঁশখালী উপজেলায় ইট প্রস্তুত ডাটা আইন লঙ্গন করে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। এ সময় অবৈধ ভাবে গড়ে উটা তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ মেজিষ্টিট মো. জামশেদুল আলম এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলোর মধ্য  রয়েছে,উপজেলার বাহারছড়া ইউপির ইলশা গ্রামের মেসার্স এমবিএম-০১ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স এমবিএম-০২ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ)।

জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, হিসাবরক্ষক মো. আব্দুর রশিদ ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন এবং বাঁশখালী উপজেলা প্রশাসনের পুলিশ আনসার ও ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email