উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে কাঠ জ্বালানো ও পাহার কেটে মাটি সংগ্রহ করে ইটভাটায় ইট তৈরি করার কারনে অবৈধ (এস বিএম) ব্রিকফিল্ডের মালিক আজম খান কে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা এবং ৫৪০ ঘনফুট কাঠ জব্দ ও স্ক্যাভেটর দিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুরে অবৈধ (এস বিএম) নামক ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ভাবে প্রস্তুত করা কাঁচা ইট পানি মেরে নষ্ট করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা’সহ বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, ইটভাটায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি ব্যবহার ও বনজ কাঠ জ্বালনোর দায়ে মোবাইল কোর্ট পরিচালিত করি। পাহাড় কর্তন করে উক্ত মাটিদিয়ে ইট প্রস্তুতের দায়ে ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে (এক লক্ষ) টাকা ও বনজ কাঠ জ্বালানোর দায়ে (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করার পাশাপাশি ৫৪০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভানোর পাশাপাশি স্কেভটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ। উপজেলা প্রশাসন পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।