বাইশারীতে স’ড়ক’র চলমান কাজ প’রিদ’র্শনে – ইউএনও

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইট দিয়ে নির্মাণাধীন গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে সড়কের চলমান কাজ পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর।

বুধবার (১২ মার্চ) বেলা আনুমানিক ১২ টার দিকে অনিয়মের খবরে বাইশারতে নির্মাণাধীন বাইশারী-হেডম্যান চাকপাড়া-মধ্যম চাকপাড়া সড়ক ও তুফান আলী পাড়া-করিমার ঝিরি সড়কের চলমান কাজ পরিদর্শন করেন।

এসময় খাল ও ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালু উত্তোলন ও অবৈধ ভাবে পাহাড়ের কাটা মাটি দিয়ে সড়কের চলমান কাজে ব্যবহারের কারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে হুশিয়ারি করেন ইউএনও। পরবর্তীতে সড়কের কাজে খাল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ও মাটি ব্যবহার না করার সতর্ক করেন।

জানা যায়, বাইশারী ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডে চলমান বাইশারী বাজার-হেডম্যান চাকপাড়া-মধ্যম চাকপাড়া ও ৮ নং ওয়ার্ডে চলমান তুফান আলী পাড়া-করিমার ঝিরি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সরেজমিনে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর। এ সময় সড়কের চলমান কাজে অবৈধভাবে খাল থেকে উত্তোলিত বালু ও মাটি ব্যবহার করায় সংশ্লিষ্ট ঠিকাদারকে হুশিয়ারি করেন। তিনি আরও বলেন, খাল থেকে বালু তুললে রাস্তা ধসে যাবে এবং জনগণের চলাচলে কষ্ট হবে। সেই বালু আবার রাস্তায় ব্যবহার করছেন।

এদিকে ইউনিয়নের লম্বাবিল এলাকায় অবৈধ ভাবে পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন ইউএনও। এবং পাহাড় কেটে ফসলি জমি ভরাট সহ পরিবেশ বিধ্বংসী সংশ্লিষ্ট কাজে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email