ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি।
সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফটিকছড়ি প্রেসক্লাবের সদস্যরাও পেশার উৎকর্ষ সাধনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করবেন।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মাওলা গণমিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক এবং সাইফুর রহমান সোহানের যৌথ সঞ্চালয়নায় এতে স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি এস এম মোরশেদ মুন্না।
বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, উত্তর জেলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমু, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, হাইওয়ে থানার ওসি সাহাবুদ্দিন, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, হাবিব উল্লাহ ভূঁইয়া, সৈয়দ মো. ইলিয়াছ ও মো. একরামুল হক প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাউসার শিকদার।