চট্টগ্রামের কর্ণফুলীতে এক তরুণীকে (১৬) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে (২৮) গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা সম্পর্কে শ্যালিকা-দুলাভাই।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তরুণীর বাবা বাদী হয়ে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (৮ মার্চ) রাত ১টার দিকে স্ত্রীর ছোট বোনকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে তার দুলাভাই। ঘটনাটি পারিবারিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। গতকাল সোমবার রাতে এক প্রতিবেশী নারী ঘটনা জানতে পেরে স্থানীয় যুবকদের সহায়তায় অভিযুক্তকে আটকে পিটুনির পর পুলিশের সোপর্দ করে।
সংবাদটির পাঠক সংখ্যা : 116