অ-স্ত্রের মুখে ইউপি সচিবে সর্বস্ব ছি-নতাই

চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে রাস্তায় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠানালা ইউনিয়ন পরিষদ এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সচিব মো. মহিউদ্দিন (৩৫) উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদে কর্মরত। তিনি মহিউদ্দিন মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূরের ছোবাহানের ছেলে।

এই ঘটনায় মিরসরাই থানায় মো. হারেছ (২৬) নামে স্থানীয় এক যুবকের নাম উল্লেখসহ আরও তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, দাপ্তরিক কাজ সেরে জরুরি প্রয়োজনে মোটরসাইকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাচ্ছিলাম। পথে মিঠানালা ইউনিয়ন পরিষদ এলাকায় আলিমুদ্দিনের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মো. হারেছ ও তার সঙ্গে আরও তিনজন ধারালো অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে।

এসময় তারা আমি মিঠানালা ইউনিয়ন পরিষদে কাজ করি কিনা জানতে চায়। আমি সেখানে কাজ করি জানালে ধারালো অস্ত্রের মুখে আমার সঙ্গে যা আছে সব দিয়ে দিতে বলে। এসময় তারা আমাকে মারধর করে দুই লাখ ৬৭ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, নগদ ৬ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন ও ব্যাংকের দুটি ডেবিট কার্ডসহ বেশকিছু কাগজপত্র ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, বিষয়টি আমি ইউএনওকে জানালে তিনি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আতিকুর রহমান বলেন, ইউপি সচিব মহিউদ্দিনকে রাস্তায় থামিয়ে কিছু লোক তার মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছেন। থানায় তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর মোটরসাইকেল মোবাইল উদ্ধার করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email