নজরুল বি’শ্ববি’দ্যালয়ে আন্তঃবিভাগ (ছা’ত্র) ক্রিকেটে চ্যা’ম্পিয়ন ফিন্যা’ন্স,আন্তঃঅ’নুষদে(ছা’ত্রী) কলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ক্রিকেটে কলা অনুষদ চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল দুইটি অনুষ্ঠিত হয়। ফাইনালে আন্তঃবিভাগ(ছাত্র) ক্রিকেটে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ পপুলেশন সায়েন্স বিভাগকে ২৯ রানে পরাজিত করে এবং আন্তঃঅনুষদ(ছাত্রী) ক্রিকেটে কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদকে ৯ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন ‘খেলায় একদল জয়লাভ করবে এবং অপর দল পরাজিত হবে এটাই নিয়ম। তবে পরাজিত হলেই মন খারাপ করার কিছু নেই, এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য চেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছি, যেখানে একাডেমিক লেখা-পড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমও চলতে পারে। আমরা দায়িত্ব নেওয়ার পর মাত্র পাঁচ মাস অতিবাহিত হয়েছে। আমার জানা মতে এই সময়গুলো অনেক ভালোভাবে অতিক্রম হয়েছে। শিক্ষার্থীদের জন্য যতটুকু করা সম্ভব আমাদের সাধ্যমতো তা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। তবে যে সমস্ত সাময়িক কিছু সমস্যা আছে যেমন, খেলার মাঠ এবং আনুসঙ্গিক পরিবেশের আরও উন্নয়ন করা হবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর আয়োজনে এই আন্তঃবিভাগ(ছাত্র) ও আন্তঃঅনুষদ(ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email