সাতকানিয়ায় দুই না’রী মা’দ’ক কা’রবারী আ’টক

চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব পুলিশের অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করা হয়েছে। এবং তাদের সাথে থাকা ১০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম এ তথ্য নিচ্ছি করেন।

আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের হোয়াইকং এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে রোকিয়া বিবি (২১) ও সাতকানিয়ার ঢেমশা চাঁদের পাড়ার মৃত আলিমুল্লার মেয়ে নুর বাহার (৬২) নিজ বাড়ী থেকে আটক করা হয় ।

ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাতে অভিযানে পুলিশের সহায়তায় দুই নারীকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email