শাহ আমানত ইনস্টিটিউট’র পুরষ্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বি’দায় সংবর্ধনা সম্পন্ন

জমাকালো আয়োজন এবং উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে

শাহ আমানত ইনস্টিটিউট’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার, এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, নবীবরণ, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার(২৫ফেব্রুয়ারী)সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে শাহ্ আমানত ইনস্টিটিউট পরিচালনা পর্ষদ’র সভাপতি এইচ.এম. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাসুক আহমদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নিবার্হী অফিসার মাসুমা জান্নাত।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ছিলো জাতীয় সংগীত পরিবেশন শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর  নৃত্য ও আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন ধর,বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া  বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান,শাহ্ আমানত ইনস্টিটিউট’র পরিচালক মুহাম্মদ আজিম উদ্দিন, শাহ্ অহিদিয়া কেজি এন্ড হাই স্কুলের পরিচালক মুহাম্মদ শফিক সাদেকী,স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের পরিচালক মোরশেদ নুর সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক বৃন্দ।

এসময় উপস্থিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন,শাহ আমানত ইনস্টিটিউট অত্র উপজেলায় অতি সুনামের সঙ্গে তাদের মান অক্ষুণ রেখে যাচ্ছে।লেখাপড়া সহ তাদের  সহ-শিক্ষা কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।উপজেলার বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে তাঁরা তাদের মেধা দেখিয়েছে।ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি আরো সুনাম অর্জন করবো বলে আশাবাদী।

পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ,অত্র প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email