লংগদুতে বিপুল পরিমাণ অবৈধ (গোলকাঠ)জ’ব্দ

 

রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন রাজনগর ৩৭ বিজিবি জোন কর্তৃক বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারি (গোলকাঠ) জব্দ করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) লংগদু উপজেলার রাজনগর ৩৭ বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আনন্দপুর নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্ণের মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

 

এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত উক্ত স্থান ত্যাগ করলে বিজিবি উক্ত স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৭.৯১ সিএফটি সেগুন ও ০৯.৮৬ সিএফটি গামারী কাঠ কাঠ জব্দ করে।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ১৮টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১,২৪০.৫৭ সিএফটি অবৈধ কাঠ আটক করা হয়েছে। যার সিজার মূল্য ২১,১২,৭১৫/- (একুশ লক্ষ বারো হাজার সাতশত পনেরো) টাকা।

 

অধিনায়ক, রাজনগর জোন (৩৭ বিজিবি) জানান, প্রতিনিয়ত বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তড়িৎ কর্মতৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া বিপুল পরিমাণ কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এক শ্রেণির অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email