গোপালগঞ্জে সড়ক দু’র্ঘট’নায় নি’হত ২,আ’হত ১২

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় দিকে ঢাকা – খুলনা মহাসড়কের উপজেলার নিরন্যকান্দী সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত’রা হলেন, টুংগীপাড়া এক্সপ্রেসের চালক মো. মন্টু শেখ (৫৫) গোপালগঞ্জ জেলার সদর  উপজেলার চর-গোবরা, ঘোনাপাড়া এলাকার মো. মনসুর শেখের ছেলে ও টুংগীপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার মোঃ আরিফুল মোল্লা (৪৫) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলতলী এলাকার মোঃ আলমগীর মোল্লা’র ছেলে।

আহতরা হলেন- হেদায়েত (৬৫), মিরাজ মোল্লা (৩৪), তোতা মোল্লা (৫৯), খাদিজা বেগম (৩০), আব্দুর রহিম (২১), নূর মোহাম্মদ (১১),  হারুনর রশীদ (৭৯),  মোঃ আবদুল্লাহ (২২), মোঃ হেলাল শরীর (৪৫), মোঃ মিসবাহ (১২), আহতদের বাড়ি গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ,  বাগেরহাট ও খুলনা এলাকায় বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টুংগীপাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিরন্যকান্দী সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহন যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ১২ জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা বলেন, যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত ১২ জনের মধ্যে গুরুতর অন্তত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email