সোমবার(১০ফেব্রুয়ারি)সকালে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা,সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেন বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,জামালপুর জেলা। পবিত্র কোরআন তেলাওয়াত,জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, প্রতিযোগীদের মাঠে প্রশিক্ষণ,শপথ বাক্য পাঠ,মশালসহ মাঠ পরিক্রম করা হয়।
উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত এস এম মোজাম্মেল হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জামালপুর সদর,মোহাম্মদ ছানোয়ার হোসেন,অনুষ্ঠানের আহবায়ক ছিলেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান শফি।
সংবাদটির পাঠক সংখ্যা : 80