সেন্টমার্টিনে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বার হাজার দুইশ চুয়াত্তর পিস ইয়াবাসহ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে।
৮ ফেব্রুয়ারি শনিবার সকালবেলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনমনে নানারকম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটকের বিষয়টি মিশ্র প্রতিক্রিয়ায় দেখছেন।
স্থানীয়রা বলছেন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান একজন আওয়ামী লীগ নেতা। তিনি সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 76