ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে মাদকসহ মোঃ মাসুদ রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে বিজিবি’র হরিপুর বিওপি’র বিশেষ টহলদল তাকে আটক করতে সক্ষম হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঐ দিন রাতে হরিপুর বিওপির দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৫৬/৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুবড়াবাড়ী নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি।
এ সময় ৯০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও একটি মটরসাইকেল সহ হরিপুর উপজেলার দুবলাবাড়ী গ্রামের মোঃ ওসমান আলীর ছেলে মোঃ মাসুদ রানা (৩২) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীকে জব্দকৃত মাদকদ্রব্য এবং মোটর সাইকেল সহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : 148