মহেশখালী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

 

কক্সবাজারের মহেশখালী প্রেসক্লাব ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ জয়নাল আবেদীন (সভাপতি) জিকির উল্লাহ জিকু (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন।
মহেশখালী উপজেলা পরিষদের হলরুমে ৩ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ জয়নাল আবেদীন(সভাপতি) সৈয়দ মুজতবা আলী (সহ-সভাপতি), জিকির উল্লাহ জিকু (সাধারণ সম্পাদক) শাহাব উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মোহাম্মদ তারেক (সাংগঠনিক সম্পাদক) মকসুদুর রহমান অর্থ সম্পাদক(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আব্দুর রশিদ দপ্তর ও প্রচার সম্পাদক‌(বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত হয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। মহেশখালী প্রেসক্লাবের অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মহেশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফজলুল করিম। নির্বাচন চলাকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও মহেশখালী থানার ওসি মোহাম্মদ কায়সার হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ মন্নান পর্যবেক্ষণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email