নরসিংদীতে এবার বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খু’ন

নরসিংদী জেলায় গত একদিনে কলেজছাত্রী ধর্ষণ, ঘরে ঢুকে কিশোরীকে খুন এবং ছেলের হাতে বাবা খুনের মত ঘটনা ঘটেছে। এসব ঘটনা গত ২৪ ঘন্টা না পেরোতেই আবার বেলাব উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন গলগলিয়া গ্রামের জীতেন্দ্র সরকারের ছেলে প্রদীপ চন্দ্র সরকার (৬২)। বুধবার ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, জীতেন্দ্র সরকারের বড় ছেলে কৃষ্ণ চন্দ্র সরকার (৭০) প্রদীপ চন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার উত্তেজিত হয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় মাটি কাটার কোদাল দিয়ে কোপ দিলে সে গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে আরতি সরকার বাদী হয়ে তার চাচা কৃষ্ণ চন্দ্র সরকার ও তার চাচী অঞ্জনা রানীকে আসামী করে বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে কৃষ্ণ চন্দ্র সরকার ও তার পরিবার পলাতক রয়েছে বলে জানা যায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে। আসামী পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email