দীর্ঘ ২১ বছরের চকরিয়া কাঁকারা মাঝেরফাঁড়ী সুরাজপুর-মানিকপুর, হিমছড়ি সিএনজি চালক সমবায় সমিতি থাকলেও আরেকটি নতুন সমিতির অনুমোদন দেয়া হয়েছে। নতুন সমিতিটির রেজিষ্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন করছেন শ্রমিকরা।
বুধবার ( ২৯ জানুয়ারী) সকাল ১০ টায় কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের সড়কে মানববন্ধন করেন চিরিংগা কাকারা মাঝেরফাঁড়ী সুরাজপুর-মানিকপুর, হিমছড়ি সিএনজি চালক সমবায় সমিতির শ্রমিকরা।
মানববন্ধনে চকরিয়া কাঁকারা মানিকপুর হিমছড়ি সিএনজি সমবায় সমিতির সভাপতি শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম বলেন এই সমিতি ২০০৪ সাল থেকে দীর্ঘ ২১বছর রেজিস্ট্রার ভুক্ত হয় সেই থেকে চলমান রয়েছে, কিন্তু কয়েক মাস আগে একই লাইনে আরেকটি সংগঠনকে রেজিষ্ট্রেশন দেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন এই ভূয়া রেজিষ্ট্রেশন বাতিল করতে হবে।
মানববন্ধনে উপস্থিত শ্রমিকরা অভিযোগ করে বলেন, এই সমিতির নাম ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে ও প্রতিনিয়ত শ্রমিকদেরকে হয়রানি ও মারধরের শিকার হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন লামা আলিকদম জীপ শ্রমিক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন,বৃহত্তর চকরিয়া বদরখালী সড়কের সাবেক সভাপতি এম জয়নাল উদ্দীন,চকরিয়া উপজেলা শ্রমিকদলের যুগ্মসম্পাদক বেলালউদ্দিন,লক্ষ্যাচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন
এই বিষয়ে সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন’র কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন,
আরেকটি নতুন সমিতি যেটা রেজিস্ট্রার হয়েছে এটা হচ্ছে জিদ্দাবার থেকে বমুবিলছড়ি পুরাতন যেটা সেটা হলো চকরিয়া থেকে হিমছড়ি দুই ষ্টেশন।
তিনি বলেন, দুই ধরণের যাত্রী চলাচল করবে তাতে কি শ্রমিকদের মারামারি হানাহানি করতে হবে? একই রাস্তায় একাধিক সমিতি হতে পারে বা একই রাস্তায় অনেক গাড়ি চলতে পারে তারপরও সমস্যা হলে আমি উভয় পক্ষের সভাপতিকে এনে সমাধান করে দিবো।