বগুড়ার ধুনট উপজেলায় অর্থ জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বকুল শেখকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ক্ষেতলাল জেলার আক্কেলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বকুল শেখ চৌকিবাড়ি ইউনিয়নের যুগীগাঁতি গ্রামের কানছিয়া শেখের ছেলে।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, ২০২৩ সালে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক প্রতারণামূলক অর্থ জালিয়াতির একটি মামলায় বকুল শেখকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি একই মামলায় পাঁচ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। এরপর থেকে সে পলাতক ছিলেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বকুল শেখ ক্ষেতলাল জেলার আক্কেলপুরে তার শশুরবাড়িতে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 112