দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫এর অংশ হিসেবে ২৬০ জন মাতৃ-পিতৃহারা সুবিধা বঞ্চিত এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমন। ভ্রমণের ২য় দিনে অনাড়ম্বর পূর্ণ এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাহ্উদ্দিন জেলা প্রশাসক কক্সবাজার । অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম ফারুক মজনু।
প্রধান অতিথি বলেন:- তারুণ্যের জয়গানে জীবনের পূর্ণতা, এরা এতিম মানে এরা নিঃস্ব নয়, সমাজের পরিপূর্ণতা লাভের জন্য এদের সুন্দর এবং স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করতে হবে। এদের শক্তিকে কাজে লাগাতে হবে, এদের অদম্য শক্তি কাজে লাগাতে পারলে সমাজের উন্নতি তরান্বিত হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরী পিপিএম, বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসুদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশাসহ দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তাগণ বলেন, আমরা প্রত্যেককে যদি একটু এতিমদের প্রতি নমনীয় হই তাহলে সুন্দর পৃথিবী গড়ায় তারাও দারুন ভূমিকা রাখবে, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য তাদের কেউ সুযোগ দিতে হবে আর এ দায়িত্ব আমাদের পালন করতে হবে, ওদের কে বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিপূর্ণতা লাভ করতে পারবে না ।