ফটিকছড়িতে টাকা না পেয়ে কিশোরের আত্মহ’ত্যা

চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় মো: জুনায়েদ (১৫) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১০ টার দিকে ভূজপুর ইউপির ৩নং ওয়ার্ডের বাহারটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার দিনমজুর মো: হাসেমের ছেলে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো: লোকমান বলেন-আমার জানামতে ছেলেটির পরিবার ভাল। তাদের সাথে কারো শত্রুতা নাই। ছেলেটি কেন এমন করলো জানা নেই। বিষপানের পর ছেলেটিকে মেডিক্যাল নেয়া হলে সেখানে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল হক বলেন- ছেলেটি মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল, মা তা দেয়নি তাই সে বিষপান করেছে বলে জেনেছি। বিষপানের পর হাসপাতাল থেকে লাশ নিয়ে এসে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email