মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন প্রধান বিচারপতি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১৮ জানুয়ারি) সকালে দরবারে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রধান বিচারপতি এ সময় হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), হযরত সৈয়দ গোলামুর রহমাান মাইজভাণ্ডারী (ক.)(প্রকাশ বাবা ভান্ডারী) ,হযরত সৈয়দ আবুল বশর মাইজভাণ্ডারী (ক.),হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.),হযরত সৈয়দ মঈনুদ্দিন মাইজভাণ্ডারীর (ক.) মাজার শরীফ জেয়ারত করেন।

জিয়ারত শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন,  ‘সম্প্রীতির অন্যন্য দৃষ্টান্ত হলো মাইজভাণ্ডার দরবার শরীফ। এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ধর্মে-কর্মে নেই কোনো বিভেদ। প্রতিদিন সকল ধর্মের মিলনমেলা বসে এখানে। এই অভূতপূর্ব সম্প্রীতি আর কোথাও আছে বলে আমার জানা নাই।

প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল  মো. আজিজ আহমেদ ভূঞা, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ প্রমুখএ সময় উপস্থিত ছিলেন হযরত সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী, হযরত সৈয়দ শহিদুল হক মাইজভাণ্ডারী, হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী,হযরত সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী, হযরত সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, হযরত সৈয়দ ফরহাদ মাইজভাণ্ডারী, হযরত এডভোকেট সৈয়দ মিফতাহ নুর মাইজভাণ্ডারী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email