রো’হি’ঙ্গা ক্যাম্পে অ’গ্নি’কা’ণ্ডে পু’ড়ে ছা’ই দুই শতাধিক ঘর, শি’শু’র মৃ’ত্যু

কক্সবাজারের টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভিতর পুড়ে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়।

আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। নিহত শিশু টেকনাফ ক্যাম্প ২৬ এর জি-২ ব্লকের মো. ইব্রাহিমের মেয়ে আয়েশা সিদ্দিকা (৫)।

এ ব্যাপারে নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে টেকনাফ নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পে জি ব্লকে আগুন লাগে। পরে রোহিঙ্গারা ও ক্যাম্পের ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে নিজ বসতঘরের ভিতরে আয়েশা সিদ্দিকা নামে এক শিশু পুড়ে মারা যান । এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ৩ জন।

টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মো. মোস্তাক আহমেদ গণমাধ্যমকে জানান, ২৬ নম্বর ক্যাম্পে আগুনে পুড়ে ১ শিশু নিহত, আহত ৫ জন, নিখোঁজ ৩ জন এবং দেড় শতাধিক বস্তি ঘর পুড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত আরো তথ্যের জন্য আমরা কাজ করছি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email