চকরিয়ার মালুমঘাট সড়ক দু’র্ঘট’নায় হুমায়ুন কবির নামে ১ যু’বক নি’হ’ত

শুক্রবার (১৭জানুয়ারি)সকাল ৮টার দিকে সড়কের মালুমঘাটস্থ ডুমখালী রাস্তার মাথায় পৌঁছলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক শ্যামলী পরিবহনটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি জনতা।

নিহতে নাম মো: হুমায়ুন কবির লোকমান (২৫)। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুর চর গ্রামের বশির আহমদের ছেলে এবং মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও যুবদল নেতা ছিলেন।

নিহত হুমায়ুন কবিরের বাবা বলেন, ‘আগামী সোমবার আলীকদম উপজেলার ছাবের মিয়া পাড়ার আবদু সালামের মেয়ে মোছাম্তামত তাম্মীর সাথে আগামী বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু তার আগে আমার ছেলেকে আল্লাহ নিয়েছে।’

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দ্রুতগামী শ্যামলী পরিবহনের চাপায় নিহত হুমায়ুন কবিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চেয়ারকোচটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email