“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে,তারুণ্যের উৎসব ২০২৫ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা
মঙ্গলবার (১৪ জানুয়ারী)সকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়,বর্ণাঢ্য র্যালি সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শহরের প্রধান সড়ক হয়ে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিজ্ঞান মেলার আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিন্নাত শহীদ পিংকি, উপজেলা নির্বাহী অফিসার,জামালপুর সদর, সভাপতিত্ব করেন মোহাম্মদ সানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জামালপুর সদর, বিশেষ অতিথি সফিউর রহমান শফি,প্রধান শিক্ষক সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়,দিলরুবা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার, জামালপুর সদর উপজেলা, মোঃনজরুল ইসলাম,প্রধান শিক্ষক এস বি জি মডাল উচ্চ বিদ্যালয়,মূখ্য সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামালপুর জেলা,উপস্থাপনায় মোঃ জাহাঙ্গীর আলম,সিনিয়র শিক্ষক সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়,এই সময় শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।