বান্দরবানের রোয়াংছড়িতে দূর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন উমেপ্রু মারমা (৩৪), তিনি উল্লিখিত এলাকার রুমেল তঞ্চঙ্গার স্ত্রী।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে। বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রামের এশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উমে প্রু মারমা”র ছোট ভাই উসাই মং মারমা।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, ওই এলাকাটি জনসংহতি সমিতির নিয়ন্ত্রণাধীন।
জানা যায়, উমেপ্রু মারমা রোববার ওই পাড়ায় একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করার জন্য গিয়েছিল। বাড়ি থেকে সকালে খামার বাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান উনুমং মারমা ও রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র মুকুল চৌধুরী জানান, ছেলেকে আনার জন্য রোববার বান্দরবান শহর থেকে উমেপ্রু মারমা অই এলাকায় যান এবং একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর ধারণা, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।




